ধামাইচ বিলচলন উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী ধামাইচ গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ৬/১/১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। নিম্ন মাধ্যমিক হিসাবে ২৭/০৩/১৯৬৯ সালে (১৯৩৪-S স্মারক সংখ্যা ও তারিখ) স্বীকৃতি কার্যকারিত হয়।
এবং উচ্চ বিদ্যালয় হিসাবে ২৬/১১/৮৭ (৪/এস/১৪০/১৯৩২ স্মারক সংখ্যা ও তারিখ) স্বীকৃতি কার্যকারিত হয়।